কালোজিরার ২১ টি প্রধান উপকারিতা
- স্মরণশক্তি বাড়ায়
- মাথা ব্যাথা কমাতে সাহায্য করে
- সর্দি কাশি সারাতে সহায়তা করে থাকে
- বাতের ব্যাথা দূর করে
- চর্মরোগ সারাতে সাহায্য করে
- হার্টের সমস্যা দূর করে
- ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে ভুমিকা রাখে
- অর্শ রোগ নিরাময় করে
- শ্বাসকষ্ট দূর করে
- ডায়াবেটিক নিয়ন্ত্রনে সহায়তা করে
- জেব শক্তি বাড়াতে তে সাহায্য করে
- ত্বকের তারুন্য ধরে রাখে
- আমাশয় নিরাময় করে
- জন্ডিস দূর করে
- চুল পড়া বন্ধ করে
- শান্তিপূর্ণ ঘুমে সহায়তা করে
- দাত ব্যাথা দূর করে
- কিডনি রোগে নিরাময়কারি
- চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে
- চোখের ব্যাথা দূর করে
- গ্যাসের সমস্যা দূর করে
প্রতিদিন কালোজিরা কেন খাবেন ?
কালোজিরা বিশ্বজুড়ে বহুবর্ষজীবী ভেষজ হিসাবে পরিচিত, বিশেষত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এবং ডায়রিয়া, বদহজম, ক্ষত এবং শ্বাসকষ্টের সংক্রমণের মতো অসুস্থতার চিকিত্সার জন্য এটি বিশ্বের অনেক জায়গায় ব্যবহৃত হয়। কালোজিরার কৃষি ও ভেষজ সুবিধাগুলি বিজ্ঞানীরা ভালভাবে অধ্যয়ন করেছেন, এরপরে এটিকে পরিপূরক ও বিকল্প অ্যান্টিবায়োটিকের উত্স হিসাবে ব্যবহার করার জন্য বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া কালোজিরা খাবারের উদ্দেশ্যে খুব অল্প ব্যবহারযোগ্য। মধু ও কালিজিরা – তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালিজিরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি।অনেকে গোপন শক্তি বাড়াতে চিকিৎসকের আশ্রয় নেন ও ভায়াগ্রা সেবন করেন! তাদের বলছি-এর জন্য ভায়াগ্রা নয়, এক চামুচ কালোজিরাই যথেষ্ট। কারণ কালোজিরায় এ ক্ষমতা অপরিসীম।
কালোজিরা কি যৌন সমস্যা সমাধান করে?
কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন কালোজিরা খাবারে সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। এক চা চামচ মাখন,এক চা চামচ জাইতুন তেল সমপরিমাণ কালোজিরা ও মধুসহ দৈনিক ৩ বার ৪/৫ সপ্তাহ খেলে উপকার পাবেন।
আরও পড়ূনঃ
কালোজিরা কেন খাবেন? কালোজিরার উপকারিতা , কালোজিরা কালোজিরা কে কেন সকল রোগের মহা ওষুধ বলা হয়. কালোজিরার ২১ টি প্রধান উপকারিতা । কালোজিরা কে কেন সকল রোগের মহা ওষুধ বলা হয় ! কালোজিরার ২১ টি প্রধান উপকারিতা । কালোজিরা কে কেন সকল রোগের মহা ওষুধ বলা হয় ! কালোজিরার ২১ টি প্রধান উপকারিতা । কালোজিরা কে কেন সকল রোগের মহা ওষুধ বলা হয় ! কালোজিরার ২১ টি প্রধান উপকারিতা । কালোজিরা কে কেন সকল রোগের মহা ওষুধ বলা হয় !